আইফেল টাওয়ারের সামনে চীনবিরোধী বিক্ষোভ
চীনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। দেশটির স্থানীয় সময় রবিবার প্যারিসের আইফেল টাওয়ারের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তিব্বতের বিভিন্ন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন ফ্রান্স সিনেটর আন্দ্রে গেট্টোলিন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাসা বিদ্রোহের ৩১তম দিবস উপলক্ষে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে দখলকারী চীনের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামে তিব্বতীরা। তিব্বত এবং জিনজিয়াং, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া মঙ্গোলস এবং হংকংয়ে শান্তি ও চীনের নিপীড়ন থেকে মুক্তি লাভের আহ্বান জানান প্রায় ২৫০ তিব্বতীয়ান ও কিছু মঙ্গোলীয় সংস্থা।