‘সিনেমার মা’ অভিনয়ে ফিরলেন আড়াই বছর পর
                        
                            সমকাল
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১
                        
                    
                কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পথচলা শুরু করেন রেহানা জলি। আর পেছনে তাকাতে হয়নি। এরপর ‘গোলমাল’, ‘মহারানী’, ‘চেতনা’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ ৪০টি সিনেমায় নায়িকা হয়ে কাজ করেছেন। তিনি রেহাজান জলি। যাকে এখন ঢাকাই ছবির মা হিসেবেই চেনেন সবাই।
বিগত আড়াই বছর হয় সিনেমার শুটিংয়ে নেই তিনি। কারণ কয়েক বছর আগে প্রথমে মেরুদণ্ডের হাড়ের সমস্যা ধরা পড়ে তার। এর পরপরই চিকিৎসক রেহানা জলিকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন। এরপর তার ফুসফুসে ক্যানসারের জীবাণু পাওয়া যায়। চিকিৎসায় এখন কিছুটা সুস্থ তিনি। তাই ফিরলেন অভিনয়ে।