
সিংড়া পৌর শহরে হু হু করে বাড়ছে বন্যার পানি
আত্রাই নদীর পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া পৌর শহরে হু হু করে ঢুকতে শুরু করেছে বন্যার পানি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের প্রধান সড়ক, ব্যবসা কেন্দ্র, আবাসিক এলাকা থেকে শুরু করে বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।
এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এখন পর্যন্ত অর্ধশত পরিবার বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।