মাদক সেবন করবেন- আবার পুলিশে চাকরি করবেন তা হবে না
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, মাদক সেবন করবেন- আবার পুলিশে চাকরি করবেন তা হবে না। আকস্মিক ডোপ টেস্টে কোন পুলিশের বিরুদ্ধে মাদকের সংশ্লষ্টিতা পেলে তাকে শুধু চাকরিচ্যুত-ই নয়, তার বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা হবে। তাই মাদক মুক্ত সমাজ গড়ার আন্দোলনে নামার আগে নিজেকে মাদক মুক্ত রাখতে প্রতিটি পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে বরিশাল বিএম কলেজের অডিটরিয়ামে মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
অতিরিক্ত উপ-কমিশনার (সদর-দপ্তর) রুনা লায়লার সঞ্চালনায় কল্যাণ সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম ও উপ-কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।