একটি বেগুনের ওজন হবে দেড় কেজি!

বার্তা২৪ পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮

দেশে বেগুন চাষাবাদে নতুন এক মাত্রা যোগ করল পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এর নাম বারি বেগুন-১২। বেগুনের এই জাতটি ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমোদন পেয়েছে।

অন্য বেগুনের থেকে আকারে বেশ বড় হবে এটি। এর প্রতিটি বেগুনের ওজন হবে দেড় কেজি। এই বেগুন সবুজ এবং কালো দুটি রংয়ের হবে। এই বেগুনে বীজের পরিমাণ অনেকটা কম। খেতেও অন্য সব বেগুনের থেকে সুস্বাদু। এই বেগুন থেকেই কৃষকরা বীজ সংগ্রহ করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও