স্বরূপে ফিরছে এফডিসি

ঢাকা টাইমস বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫২

মহামারি করোনাভাইরাসে থমকে যায় গোটা বিশ্ব। যার প্রভাব পড়ে শোবিজ অঙ্গনেও। দীর্ঘ তিন মাস কর্মহীন ছিল বিনোদন অঙ্গনের সবাই। সব ধরনের শুটিং বন্ধ ছিল। লকডাউন উঠে গেলে আস্তে আস্তে শুরু হয় শুটিং। তবে এফডিসি ততদিন শুটিং শূন্য ছিল। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং শুরু হলেও এফডিসি ছিল ফাঁকা।

একটা সময় এফডিসি মানেই ছিল শুটিং জোন। তারকা-নির্মাতাদের উপস্থিতিতে মুখরিত থাকত এফডিসি। শুটিংয়ে ব্যস্ত থাকত ফ্লোরগুলো। ভক্তরা প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য রোদ-বৃষ্টি উপেক্ষা করে এফডিসির গেটে অপেক্ষা করতেন। কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। চেনা এফডিসি অচেনা রূপে। নতুন সিনেমা নেই, শুটিং নেই। এখানে সিনেমার চেয়ে সমিতি বেশি। ‘নাই কাজ তো খই ভাজ’ কাজের চেয়ে অকাজের লোক বেশি। যার ফলে ঝগড়া-ফ্যাসাদ লেগেই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও