কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটা গ্রহন চলছে, উপস্থিতি কম

মানবজমিন পাবনা প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো ফাঁকা দেখা গেছে।  শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব ভোটকেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ সদস্য এবং ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।গত ২রা এপ্রিল পাবনা-৪ আসনের এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ভোটগ্রহণের দিন ধার্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী অংশগ্রহণ করছেন। ভোটে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ১২৯টি কেন্দ্রে ৩ লাখ ৮২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও