পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু
পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনী বিধি অনুযায়ী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সব প্রচার-প্রচারণা শেষ হয়।
করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ। তিনি আরটিভি নিউজকে জানান, পাবনা-৪ আসনে দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব ভোট কেন্দ্রে দুই হাজার ৩০১ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে