আজ অন্য ভাবে স্মরণে বিদ্যাসাগর
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৪
দ্বিশতবর্ষ পূরণ করে ২০১-এ পা। তাই শুধু ওয়েবিনারেই নয়, আজ, বিদ্যাসাগরের জন্মদিনে স্বাস্থ্যবিধি মেনেই মূর্তিতে মালা পরানো হবে, ছোট করে হলেও অনুষ্ঠান করবে বেশ কয়েকটি স্কুল ও কলেজ।
বেশির ভাগ ক্ষেত্রেই পড়ুয়ারা আসছেন না, এলেও খুব কম আসছেন। তবে শিক্ষক-শিক্ষিকারা আসছেন। পড়ুয়ারা সকলেই যাতে অনুষ্ঠান দেখতে পান, তার জন্য জন্মদিন পালনের অনুষ্ঠান ইউটিউবে বা স্কুলের ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানাচ্ছেন কয়েকটি স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ। সেই মতো অনুষ্ঠানের পরিকল্পনা করে রেখেছেন তাঁরা।