২০ হাজার কোটি নিতে পারবে না ভারত, আন্তর্জাতিক ট্রাইবুনালে জয় পেল ভোডাফোন

আনন্দবাজার (ভারত) নেদারল্যান্ডস প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

সুপ্রিম কোর্টে ভোডাফোনের সঙ্গে মামলা হেরে যাওয়ার পর আইন বদলে ফেলেছিল ভারত সরকার। চাপানো হয়েছিল রেট্রোস্পেক্টিভ এফেক্ট। এ বার আন্তর্জাতিক ট্রাইবুনালেও ভারত সরকারের বিরুদ্ধে বড়সড় জয় পেল এই ব্রিটিশ টেলিকম সংস্থা। ২০ হাজার কোটির বকেয়া কর মকুব হয়ে গেল হেগ-এ আন্তর্জাতিক মধ্যস্থতা ট্রাইবুনালের রায়ে। মামলা চালানোর খরচ হিসাবে ভোডাফোনকে আরও ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছে ট্রাইবুনাল। সেই টাকা ভারত সরকারকেই দেওয়া উচিত বলে শুক্রবার জানিয়ে দিয়েছে তারা।

প্রায় দেড় দশক ধরে কর নিয়ে সঙ্ঘাত চলছে ভারত সরকারের সঙ্গে ভোডাফোনের। শেষ পর্যন্ত শুক্রবার ভারত সরকারের দাবিকে অন্যায্য বলে উল্লেখ করে আন্তর্জাতিক ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে, ভোডাফোনের কাছে ওই ২০ হাজার কোটি টাকা আর চাইতে পারবে না ভারত সরকার। ট্রাইবুনালের যুক্তি, নয়াদিল্লির ওই দাবি ভারত-নেদারল্যান্ড বিনিয়োগ চুক্তির পরিপন্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও