বারবার ভেজাল মসলা বানিয়ে গেছেন হাসেম মিয়া

এনটিভি ভৈরব প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০

মসলার কারখানা রয়েছে হাসেম মিয়ার। তবে তিনি শুধু মসলাই বিক্রি করেন না, এর সঙ্গে মেশান মানবদেহের জন্য ক্ষতিকারক রং, চালের কুড়া, পচা ডালের গুঁড়া ও কাঠের গুঁড়া। ভেজাল মসলা বানানোর অপরাধে র‍্যাব তাঁকে দুইবার আটকও করেছিল।

ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডাদেশও করেছিলেন। তবু শোধরাননি কিশোরগঞ্জের ভৈরব বাজারস্থ লঞ্চ টার্মিনাল সংলগ্ন পুরাতন ক্যাম্পঘাট এলাকার মেঘনা মসলা মিলের মালিক হাসেম মিয়া। এবারও বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ আটক হয়েছেন তিনি। তবে এবার আর তাঁকে জরিমানা করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও