You have reached your daily news limit

Please log in to continue


১০ বছর কবরস্থানে বাস করা সেই আনোয়ারা উঠলেন স্বপ্নের বাড়িতে

আনোয়ারা বেগম (৬০)। স্বামীর মৃত্যুর পর নিজেদের কোন জমি বা ঘরবসতি না থাকায় বুদ্ধিপ্রতিবন্ধী একমাত্র ছেলে আশাকে নিয়ে ১০ বছর ধরে বসবাস করতেন কবরস্থানে। সেখানে একপাশে খড়কুড়ো দিয়ে মাটির ঘর তৈরি করে ছেলেকে নিয়ে কোনরকমে মাথাগোঁজার ঠাই করেছিলেন। মা-ছেলে দু‘জনেই অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবন চালাতেন। ফলে নিজের কোন ঘরবসতির কথা স্বপ্নেও ভাবেননি আনোয়ারা বেগম। তবে সেটিই সত্য হয়েছে। সরকারের টিআর প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি পেয়েছেন তিনি। স্থানীয়রা জানায়, শেয়াল-কুকুরের সঙ্গে কবরস্থানের একপাশে বসতি গড়েছিলেন আনোয়ারা। প্রথমে ভয়ে অনেক রাতই নির্ঘুম কাটিয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে। তার ওপর আবার যেদিন কবরস্থানে কোন লাশের দাফন হতো সেদিন ভয়ে অন্যের বাড়ির বারান্দায় রাত কাটিয়েছেন তারা। এভাবেই দীর্ঘ ১০ বছর কবরস্থানেই বসবাস করেছেন হতদরিদ্র অসহায় আনোয়ারা বেগম। তিনি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের মৃত বিশারত আলীর স্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন