প্রেমের ফাঁদ: ২০ নারীর ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল, কলেজছাত্র গ্রেফতার
বগুড়ায় তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামে এক প্রতারক কলেজছাত্রের বিরুদ্ধে অন্তত ২০ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওইসব ছবি ও ভিডিও নেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা ও গহনা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত কলেজছাত্র।
বগুড়া পুলিশের সাইবার ইউনিটের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে রিয়নকে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া তিনমাথা থেকে গ্রেফতার করে। এর আগে প্রতারণার শিকার এক নারীর মা তার বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
সাইবার ইউনিটের ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন জানান, তানজিমুল ইসলাম রিয়ন নওগাঁ জেলা সদরের চকদেবপাড়ার মৃত তাজুল ইসলাম কবিরাজের ছেলে। তিনি পার্শ্ববর্তী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া তিনমাথা এলাকায় নানা আবু সাঈদ ফকিরের বাড়িতে থাকেন। রিয়ন দুপচাঁচিয়ায় জাহানারা কামরুজ্জামান কলেজে বিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।