You have reached your daily news limit

Please log in to continue


ভ্যাকসিনের মডেল হন ভারতের রানিরা

প্রতি শতাব্দীতেই বিশ্বে দেখা দিয়েছে মহামারি। অনেক ক্ষয়ক্ষতির পর রেহাই মিলেছে সেখান থেকে। তবে বিসর্জন দিতে হয়েছে পৃথিবীকে অনেক কিছু। এসব মহামারিগুলোর প্রতিষেধক আবিষ্কার করতে অনেক কাঠখড় পুড়িয়েছেন বিজ্ঞানীরা। তবে শত বছর পেরিয়ে গেলেও সম্ভব হয়নি তা। তবে জানেন কি? বিশ্বের প্রথম কোন রোগের প্রতিষেধক আবিষ্কার হয়েছিল। গুটি বসন্তের। যেটিকে অনেকে চেনেন চিকেনপক্স নামে। এর থেকেও চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এই ভ্যাকসিনের প্রচারনায় মডেল হয়েছিলেন ভারতীয় রানিরা। অবাক হয়েছেন নিশ্চয়। উপরের চিত্রকর্মে যাদের দেখছেন তাদের একজন ছোট রানি দেভজামানি (ডানে)। আচ্ছা চলুন এর পেছনের কাহিনী জেনে নেই। কেন রানিকেই হতে হয়েছিল ভ্যাকসিনের মডেল। রানি দেভজামানির নাম ভারতীয় ইতিহাসে বেশ খানিকটা জুড়েই রয়েছে। কেননা ভারতের ইতিহাসে আফ্রিকান রাজাদের দখল আছে অনেকখানি। তাদের মধ্যে তৃতীয় কৃষ্ণরাজা ওয়াদিয়ারকে জানেন কি? তাকে বিয়ে করতে ১৮০৫ সালে মহীশুরে আসেন দেভজামানি। তাদের দুজনেরই বয়স তখন ১২। এর মাত্র কিছুদিন আগেই তৃতীয় কৃষ্ণরাজা সিংহাসনে বসেছেন। তবে মহীশুরে এসে দেভজামানি আরো গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু করেন। তিনি গুটিবসন্তের ভ্যাকসিনের প্রচারণার কাজে যুক্ত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন