![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F08%252F02%252F17f6218e020a197af780f081e5a7f3cd-26.jpg%3Frect%3D0%252C179%252C1200%252C630%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ: ৩৬ ঘণ্টায় ধরা পড়েনি কেউ
খাগড়াছড়ি জেলা শহরের একটি বাড়িতে দুর্বৃত্তরা ডাকাতির পর পরিবারের প্রতিবন্ধী তরুণীকে (২৬) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ধর্ষণ ও ডাকাতির ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে ঘটনার ৩৬ ঘণ্টা পরও এর সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- ডাকাতি
- প্রতিবন্ধী ধর্ষণ