রবীন্দ্রনাথ কি জেলে ছিলেন?জেলবন্দির প্রশ্নে নির্বাক নাট্যকার

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১

১৪ বছরের বনবাস বদলে দিয়েছিল রামের জীবন। গত ১৪ বছরে কারাগারের অন্তরালে থাকা বন্দিদের একঘেয়ে জীবনটাও বদলে দিয়েছেন নাট্যকার-অভিনেতা প্রদীপ ভট্টাচার্য।

তাঁর অভিজ্ঞতা শুনলেন সঞ্জয় বিশ্বাস


তিনি জেলের ভাত খেয়েছেন অনেকদিন। কিন্তু জেল খাটেননি কখনও। তবে বরাবরই কৌতূহল ছিল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উঁচু পাঁচিলের ভেতরের জগৎ নিয়ে। ২০০৬ সালে তৎকালীন এডিজি বি ডি শর্মার আগ্রহে সেই সুযোগ মিলে যায় বহরমপুরের প্রদীপ ভট্টাচার্যের। থিয়েটারের অন্যতম মুখ সেখানে। গোটা ১৫ সিরিয়াল আর ৫০টির বেশি সিনেমায় অভিনয়ের দৌলতে তাঁর নামডাক যথেষ্ট। ফলে তাঁর মতো মানুষকে দিয়ে বন্দিদের নিয়ে নাটক করা যায় কিনা ভেবে দেখতে বলেন এডিজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও