হৃদরোগ, মাথাব্যথা, কৃমি ও বাতরোগে 'ঘোড়ানিম'
সমকাল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২
স্নিগ্ধ ফুল, পাতা ও চমৎকার ডালপালার জন্য ঘোড়ানিম সবার পরিচিত। অনেকেই ভুল করে এই গাছকে আসল নিম মনে করেন। কিন্তু নাম প্রায় একই হলেও দুই নিমের মধ্যে বৈসাদৃশ্য অনেক। প্রকৃত নিম ঘনবদ্ধ পাতা ও অজস্র ডালপালায় বেশ ঝোপালো থাকে। সে তুলনায় ঘোড়ানিম স্বল্পপাতা ও ডালপালায় কিছুটা বিক্ষিপ্ত। তবে ফুলের ক্ষেত্রে ঘোড়ানিমই (Melia azedarach) রাজসিক। এ গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো গুচ্ছবদ্ধ হলদেটে ফলগুলো দীর্ঘদিন ঝুলে থাকে। তখন খুব সহজেই গাছটি আলাদা করে চেনা যায়।
- ট্যাগ:
- লাইফ
- হৃদরোগ
- স্বাস্থ্য উপকারিতা
- ঘোড়ানিম