১১৪ বছর পর বদলে যাচ্ছে টাইমস স্কয়ারের ইংরেজি বর্ষবরণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইমস স্কয়ারে ইংরেজি নববর্ষ বরণের ক্ষণগণনার (কাউন্টডাউন) বার্ষিক আয়োজনের এবার হবে ভিন্নভাবে। আয়োজকরা এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সবার স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি ২০২১ সালকে স্বাগত জানানো হবে। এর মাধ্যমে ১১৪ বছরের ইতিহাসে অনুষ্ঠানটির আদল বদলে যাবে।
আগামী ৩১ ডিসেম্বর মাঝরাতের অনুষ্ঠানটি হতে ঠিক আর ১০০ দিন বাকি। ওইদিন টাইমস স্কয়ার ঘিরে রাখবে পুলিশ। তাই বিখ্যাত জায়গাটির ভার্চুয়াল সংস্করণ তৈরি করছে জেমসটাউন নামের একটি সংস্থা। তাদের বানানো অ্যাপে নিউ ইয়ার'স ইভ বল ড্রপের চিরচেনা অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।