বাস্তবের বন্ড! ষাটের দশকে পোল্য়ান্ডে গুপ্তচর 'জেমস বন্ড'কে পাঠিয়েছিল ব্রিটেন...
বন্ড...জেমস বন্ড। সিলভার স্ক্রিনের বিশ্ববিখ্যাত ব্রিটিশ গুপ্তচর। যে নামের সঙ্গে জুড়ে রয়েছে কোড নম্বর ০০৭, সিগনেচার টিউন আর একের পর এক মোহময়ী নারী। যে নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ওমেগা, অ্যাস্টন মার্টিন আর মার্টিনি। যে গুপ্তচরবৃত্তির পাশাপাশি বোহেমিয়ান জীবনযাপনের জন্যেও বিখ্যাত। সবমিলিয়ে রুপোলি পর্দার এক মশলাদার প্যাকেজের নাম জেমস বন্ড। কিন্তু জেমস বন্ডের অস্তিত্ব কি শুধুই কল্পনার জগতে? নাকি বাস্তবেও রয়েছে বন্ড...জেমস বন্ড?
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অস্তিত্ব
- জেমস বন্ড
- কাল্পনিক