You have reached your daily news limit

Please log in to continue


করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসকসহ ৭ হাজার ৯৯৫ স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৮১ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) বিএমএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক, এক হাজার ৯৫৪ জন নার্স এবং তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগ সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন