You have reached your daily news limit

Please log in to continue


বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিলেন জিজি-জায়ান

মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিক। তাদের প্রেমের সবারই জানা। অবশেষে তাদের ঘরে এলো কন্যা সন্তান। বৃহস্পতিবার দুপুরে তাদের মেয়ে হওয়ার খবর নিজেরাই প্রকাশে আনেন এই দম্পত্তি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে দু’জনেই সন্তানের ছবি পোস্ট করেন তারা। ২০১৫ সাল থেকে প্রেম করেন হাদিদ আর ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য জায়ান। যদিও ২০১৮ সালে ঘোষণা দিয়ে তারা আলাদা হয়ে গিয়েছিল, তবে গত বছর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, সেসব মিটমাট করে আবার প্রেম করছেন তারা। কিছুদিন আগেই এপ্রিলের ২৩ তারিখে ২৫তম জন্মদিনে জিজি হাদিদ প্রেমিক জায়ান ও ছোট বোন বেলা হাদিদের সঙ্গে কাটিয়েছেন। সেই বুমেরাং ভিডিও-ও পোস্ট করেছেন টু আর ফাইভ আকৃতির বেলুন হাতে নিয়ে। এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান জিজি হাদিদ। ইউনিসেফের আমন্ত্রণে তিনি এই সফর করেন। কক্সবাজার থেকে জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তিনি বেশ কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন