পাপিয়ার পক্ষে যুক্তি-তর্ক শুরু

প্রথম আলো ঢাকা মহানগর আদালত প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৬

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) এই মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য হয়েছে। ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার এই দিন ঠিক করেছেন।

এদিকে রাষ্ট্রপক্ষ থেকে মামলার যুক্তিতর্ক শুনানি উপস্থাপন শেষ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু সাংবাদিকদের বলেছেন, এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর আসামি পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও