এনসিবি-র নজরে বলিউডের ড্রাগ পার্টি! র্যাডারে ৫০ জন তারকা!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Sushant Singh Rajput Death Case) তদন্তে নেমে সামনে চলে আসে বলিউডের গভীরে শিকড় বিস্তার করে রাখা মাদকচক্রের হদিশ। আর এর সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক নাম। ইতোমধ্যে গত ৮ সেপ্টেম্বর এনসিবি গ্রেফতার করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যুতে ড্রাগ যোগের হদিশ পেয়েই আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি। এরপরই রিয়া-সহ মাদক যোগে গ্রেফতার করা হয় ১৮ জনকে। রিয়ার বয়ানে এরপর উঠে আসে সারা আলি খান এবং রাকুল প্রীতের নাম। তিনি জবানবন্দিতে জানান, সুশান্তের সঙ্গে বসেই নাকি মাদক সেবন করতেন সারা এবং রাকুল। এই নিয়ে হইচই যখন তুঙ্গে তখনই মাদকচক্রের সঙ্গে জড়িয়ে যায় দীপিকা পাডুকোনের নাম। সূত্রের খবর, একের পর এক হাইপ্রোফাইল নাম সামনে আসায় নার্কোটিকস কনট্রোল ব্যুরো বলিউডের আরও গভীরে ঢুকে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিবি-র নজরে রয়েছে বলিউডের অন্দরমহলে চলা সেই সব পার্টি, যেখানে মাদকসেবন এবং লেনদেন চলে অবাধে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.