করোনাকালেও মন্ত্রীদের বিদেশ ভ্রমণ ভাতা বৃদ্ধি

ডেইলি স্টার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

করোনা মহামারিতে নাজেহাল অবস্থা সারা পৃথিবীর অর্থনীতির। প্রতিটি দেশের সরকার এই ধাক্কা সামলে উঠতে ব্যয় সাশ্রয়ী পথ খুঁজছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। খরচ কমানোর বদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয় গত বছরের চেয়ে ৯৩ লাখ টাকা বাড়িয়েছে সরকার।

২৫ আগস্ট প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগে দেওয়া মন্ত্রীপরিষদ বিভাগের এক চিঠিতে চলতি অর্থবছরের জন্য ভ্রমণ ব্যয়ের এই বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মো. সাইদুর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, মন্ত্রীদের জন্য ভ্রমণ ভাতা হিসেবে মোট ছয় কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের পরিমাণ সেখানে উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও