সংসদীয় কমিটির শাহজালাল সার কারখানা পরিদর্শন
সিলেটের শাহজালাল সার কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছে সংসদীয় কমিটি। পরিদর্শনকালে কারখানায় বিদ্যমান সমস্যাসমূহ, চাহিদা মাফিক স্টিম উৎপাদনের সীমাবদ্ধতা, কারখানার স্পেয়ার পার্টস এর স্বল্পতা, অপারেশনাল সমস্যা, কারিগরী দক্ষতা, অভিজ্ঞতাসম্পন্ন জনবলের স্বল্পতা এবং সমস্যাগুলো থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল সার কারখানা পরিদর্শন করেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ-সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির করফারেন্স হলে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।