![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flash-20200923182146.jpg)
মাকে পিটিয়ে মেরে ফেলল ছেলে
কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত মায়ের নাম শামসুন্নাহার (৮৩)। তিনি ওই এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী।