উত্তরের জেলা পঞ্চগড়ে ভাদ্র মাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরু থেকেই দেখা দিয়েছে বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আশ্বিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি দেখা দিলেও স্থবির হয়ে গেছে এখানকার জনজীবন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২০৮ মিলিমিটার৷ একই দিনে সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, হঠাৎ ভারী বর্ষণের ফলে জেলার ৫ উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে চরম ভোগান্তি। তাছাড়া ভারী বর্ষণের ফলে নিম্ন এলাকায় থাকা ঘরবাড়ি ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.