You have reached your daily news limit

Please log in to continue


সুশান্ত মৃত্যু তদন্তে এবার যোগ দিতে প্রস্তুত এনআইএ!

ক্রমশ জটিল আকার ধারণ করছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত। ইংরেজিতে যাকে বলে সেন্টার স্টেজ অধিগ্রহণ করে নিয়েছে অভিনেতার মত্যুর সঙ্গে মাদক যোগ। এর ফলে ইতোমধ্যে এনসিবি জোরদার তদন্ত শুরু করেছে, যার জেরে গ্রেফতার হয়েছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং মাদকচক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এবার এই মামলায় হস্তক্ষেপ করতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এ বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এই মামলা ব্যতিক্রম এনআইএ-র কাছে। কারণ প্রধানত সন্ত্রাসের সঙ্গে মোকাবিলার জন্যেই তৈরি করা হয়েছিল এই বিভাগ। তবে যেভাবে বলিউডের নাম মাদকচক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছে এবং নিত্য নতুন নাম সামনে আসছে, তাতে তদন্তের ক্ষেত্রে এনআইএ-র হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে কেন্দ্র সরকার। এই পদক্ষেপ কার্যকর হলে এই নিয়ে চতুর্থ কেন্দ্রীয় সংস্থা যুক্ত হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে। এর আগে তদন্ত শুরু করেছিল সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং নার্কোটিকস কনট্রোল ব্যুরো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন