![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/23/112356thumbnail-Barlekha.jpg)
মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়ক দেবে ঝুঁকিতে যান চলাচল
মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিঘাটে সড়ক দেবে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত কয়েকমাস ধরে এই অবস্থা চলছে। সড়কের দেবে যাওয়া অংশে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট-বড় যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে সড়কটির দেবে যাওয়া অংশ মেরামতের জন্য সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এর আগে তিনি দেবে যাওয়া অংশটি সরেজমিনে পরিদর্শন করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক
- ঝুঁকিতে যান চলাচল