![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/23/image-184287.jpg)
করোনার মধ্যেই মৌসুমি ফ্লু, যুক্তরাষ্ট্রে ‘টুইনডেমিক’ আতঙ্ক
করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি ও ভয়ংকর প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মাঝে কিছুটা কমলেও আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় মৌসুমী ফ্লুও দেশটিতে মারাত্নক রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ‘টুইনডেমিক’ দেখা দিতে পারে বলেও আশঙ্কা তাদের।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজ জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচতে সবাইকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনে দিলেও এটি করোনা ঠেকাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।