![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/23/bogra-bandroll-220920-01.jpg/ALTERNATES/w640/bogra-bandroll-220920-01.jpg)
বগুড়ায় নকল ব্যান্ডরোলসহ আটক ৩
বগুড়ায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বিক্রির অভিযোগে তিনজন গ্রেপ্তার হয়েছে। র্যাব ১২-এর বগুড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার দোগাড়িয়া নুনগোলা এলাকার ‘ওয়ান সিগারেট’ কারখানা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- সদর উপজেলার দশটিকা এলাকার উমর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫), শিকারপুরের আব্দুস সাত্তারের ছেলে জিহাদ (৩২) ও শিবগঞ্জ উপজেলার দোপাড়ার লতিফ সরকারের ছেলে রবিউল ইসলাম (২৬)।