কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জামালুপুরে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইত্তেফাক জামালপুর জেলা দায়রা জজ আদালত প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৮

জামালপুরের বকশীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী ওরফে ফকির আলীর শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ে এলে রানী (১৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই হত্যা মামলার রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নির্মল কান্তি ভদ্র জানান, গত ২০১৪ সালের ২৮ জানুয়ারি বকশীগঞ্জের গাজীর পাড়া গ্রামের নিজ বসতঘর থেকে এলে রানীর গলাকাটা লাশ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের বাবা খাস জমিতে বাস কারার জেরে মেয়ে হত্যায় মামলা করেন। ওই বছরের ২০ আগস্ট পুলিশ তদন্ত করে চার্জশিট দিলে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রায়ে বকশীগঞ্জের গাজীর পাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে মানিক মিয়াকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও