![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F09%2Fjamalpur.jpg%3Fitok%3DNqDfaajV)
জামালপুরে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যায় একজনের যাবজ্জীবন
জামালপুরের বকশীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়ে এলে রানী হত্যা মামলায় মানিক মিয়া (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন আব্দুর রাজ্জাক, মোকছেদুল ইসলাম ও মোমেনা বেগম।