‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হলে দেশ উন্নত দেশের কাতারে দ্রুত পৌঁছে যাবে।
মঙ্গলবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবালুর রহিম বলেন, ভাইরাসের কারণে উন্নয়নের পাশাপাশি লেখাপড়া বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে আরও তরান্বিত করতে অনলাইন ও টিভিতে পড়ালেখার কার্যক্রম চালিয়ে আসছে। তিনি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সতর্ক থেকে গুরুত্বের সঙ্গে সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে সজাগ থাকার জন্য আহ্বান জানান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে