![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F828d5d37-3545-4f07-8e43-ab927d030f56%252Fbank.jpg%3Frect%3D0%252C59%252C1200%252C630%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আর্থিক লেনদেনে অনলাইন-নির্ভরতা বেড়েছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গ্রাহকেরা ব্যাংক শাখায় যাওয়া কমিয়েছেন। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আর্থিক লেনদেন করছেন আগের চেয়ে বেশি গ্রাহক। আবার দূরত্ব বজায় রাখতে সব ধরনের কার্ডের লেনদেন আগের চেয়ে বেড়েছে।