![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F63865ea3-6cb8-4541-abba-93ec3cd791eb%252Fshakila.jpg%3Frect%3D0%252C75%252C1227%252C644%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দেশের ৩৪টি বাজেটের সমান
প্রথম আলো
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১
পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসের ধারাবাহিকতায় ‘ফিনসেন ফাইলস’ নামে নতুন করে আর্থিক লেনদেনের গোপন নথি প্রকাশ করেছে সাংবাদিকদের বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। আইসিআইজে গতকাল সোমবার তাদের ওয়েবসাইটে বিশ্বের ৯০টি দেশের এই নথি প্রকাশ করে।