![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/09/online/facebook-thumbnails/Pic-5-samakal-5f6872e5c29ac.jpg)
দুই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে লুট
ফেনীর দাগনভূঞায় খাদ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দুই পরিবারের ১১ সদস্যকে অচেতন করে টাকা ও র্স্বণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার রাতে ইয়াকুবপুর গ্রামের যুবলীগ নেতা সোহেল ও প্রবাসী জাহাঙ্গীর হোসেনের রান্না ঘরে খাবারের সাথে কোন এক সময় চেতনানাশক মেশায় দুর্বৃত্তরা।