![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/21/image-184040.jpg)
প্রতিদিন ৯০ মিনিট কিমের মহত্ব পড়তে হবে শিশুদের
উত্তর কোরীয় নেতা কিম জং উনের মহত্ত্ব সম্পর্কে দেশটির শিশুদের প্রতিদিন ৯০ মিনিট করে পড়তে হবে। কিম কতটা মহান তা কবিতা-গানের মাধ্যমে প্রতিদিন পড়বে দেশটির শিশুরা। নতুন শিক্ষা কারিকুলামে এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
কিমের সম্পর্কে উত্তর কোরিয়ার প্রি-স্কুলের শিক্ষার্থীদের এমন শিক্ষা দেয়ার পরামর্শ দেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন। সিউলের উত্তর কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট এনকে এই খবর দিয়েছে।