![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78227548,imgsize-200004/pic.jpg)
কৃষিবিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ: বরখাস্ত ডেরেক-দোলা-সহ ৮ বিরোধী সাংসদ
কৃষি বিল নিয়ে রবিবার রাজ্যসভায় তুমুল গণ্ডগোলের ঘটনায় বরখাস্ত করা হল বিরোধী দলের ৮ জন সাংসদকে। তাঁদের মধ্যে আছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও দোলা সেনও।
বরখাস্তের তালিকায় থাকা অন্যান্য সাংসদরা হলেন, আপের সঞ্জয় সিং, কংগ্রেসের রাজীব সতাভ, সিপিআইএম-এর কেকে রাগেশ, কংগ্রেসের সৈয়দ নাসির হুসেন, কংগ্রেসের রিপুন বোরা, ও সিপিআইএম-এর এলামারাম করিম। রবিবার বিরোধীদের যে সাংসদরা কৃষি বিল নিয়ে রাজ্যসভায় তীব্র বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্যসভার সাংসদরা। তারই প্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বিরোধী সাংসদদের আচরণের তীব্র নিন্দা করে আটজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।