স্বল্প পোশাকের জন্য নারীকে জরিমানা করার প্রস্তাবিত আইন - BBC News বাংলা
ক্যাম্বোডিয়ায় ১৮-বছর বয়সী মলিকা টান যখন প্রথম জানতে পারলেন যে নারীরা কী ধরনের পোশাক পরবেন এবং পরতে পারবেন না সেবিষয়ে সরকার একটি আইনের খসড়া তৈরি করছে তখন তিনি এতোটাই উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এই উদ্যোগের বিরুদ্ধে তিনি একটি অনলাইন পিটিশন শুরু করে দিলেন।
প্রস্তাবিত ওই আইনে কোন নারী শরীর দেখা যায় এরকম পোশাক পরলে তাকে জরিমানা করার কথা বলা হয়েছে।
জন-শৃঙ্খলা জনিত এই খসড়া আইনে নারীদের "খুব বেশি খাটো অথবা খুব বেশি খোলামেলা" পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। আইনটিতে পুরুষের খালি গায়ে থাকা নিষিদ্ধ করারও প্রস্তাব দেয়া হয়েছে।
সরকার বলছে, দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মান মর্যাদা রক্ষার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে। সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর সেটা ব্যাপক সমালোচনার মুখেও পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.