![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F47d5520b-7a9f-49a2-9f04-87feb934eed8%252FMentriga.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যা দেখে মন ভালো হতে বাধ্য
প্রথম আলো
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০
ইতিহাস যদি শুধু বিজয়ীদের মনে রাখে তবে অন্যায় করা হবে দিয়েগো মেনত্রিগার প্রতি। ট্রায়াথলনের রেকর্ড বইয়ে লেখা থাকবে গত সপ্তাহে সান্তান্দার ট্রায়াথলনে ব্রোঞ্জ জিতেছেন জেমস টিগল। কীভাবে জিতেছেন সেই গল্পে অবশ্য পার্শ্বচরিত্রই হয়ে থাকবেন এই ব্রিটিশ প্রতিযোগী। ‘পথহারা’ টিগলকে জায়গা ছেড়ে দিয়েই যে সব আলো কেড়ে নিয়েছেন পুরস্কার মঞ্চে ওঠার সুযোগ হারানো স্প্যানিশ ট্রায়াথলেট দিয়োগো মেনত্রিগা।
- ট্যাগ:
- খেলা
- উদারতা
- ইতিহাসে বিরল
- দিয়েগো মেনত্রিগা