দ্বিতীয় দফায় ক্রিকেটার-কোচিং স্টাফের সবাই করোনা নেগেটিভ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক স্কিল ক্যাম্পের জন্য ডাক পাওয়া সকল খেলোয়াড়ের দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ক্যাম্পের জন্য মোট ২৭ জন ক্রিকেটার ডাক পান। বিসিবির আয়োজনে হোটেল সোনারগাঁওতে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়। গত শুক্রবার ১৮জন এবং শনিবার বাকী নয়জন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়।
হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে, বিসিবি জানায়, দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসেনি। প্রথম পর্বের করোনা পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিলো গত ৬ ও ৭ সেপ্টেম্বর। এরমধ্যে শুধুমাত্র সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ আসে।এদিকে আজ রোববার,হোটেল সোনারগাঁওতে উঠবেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা পরিবেশে যারা খেলোয়াড়দের সেবা দিবে, এমন ৩৫জন স্টাফেরও করোনা পরীক্ষা করে বিসিবি।