You have reached your daily news limit

Please log in to continue


খাবারের উপর ভর্তি ছত্রাক! সাবওয়ের অর্ডার দেখে ফুঁসে উঠলেন মিমি, অভিযোগ দায়ের KMC-তে

সাবওয়ের খাবারে ভরতি ছত্রাক! অর্ডার দেখে আঁতকে উঠলেন তিনি। খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ পত্র পাঠালেন কেমসি-এর খাদ্য দফতরে। ন্যায়ের প্রতিবাদ করতে কখনই পিছপা হন না অভিনেত্রী মিমি চক্রবর্তী। স্কুল থেকেই বেশ ডাকাবুকো স্বভাবের মিমি। শিখেছেন ক্যারাটেও। বরাবরই আত্মবিশ্বাসে ভরপুর অভিনেত্রী। সম্প্রতি রাতের কলকাতায় জিম থেকে ফেরার পথে এক ট্যাক্সিচালক হেনস্থা করে তাঁকে। তাঁর দিতে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এরপর বালিগঞ্জ ফাঁড়ি আর গড়িয়াহাট ক্রসিংয়ের মাঝে নিজের গাড়ি দাঁড় করিয়ে সেই ট্যাক্সি চালককেও টেনে নামান। শুক্রবার আলিপুর আদালতে জবানবন্দিও দিয়ে এসেছেন। একজন সুনাগরিক হিসেবে যে যে কর্তব্য পালন করা উচিত ঠিক তাই করেছেন মিমি চক্রবর্তী। শনিবার ট্যুইটারে ফের প্রতিবাদ করলেন সাংসদ অভিনেত্রী। এবার তাঁর নিশানায় জনপ্রিয় মার্কিন ফুড চেন সাবওয়ে!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন