সম্পত্তির জন্য ৫৬ বছরের অপেক্ষা

প্রথম আলো নবাবগঞ্জ প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭

সম্পত্তির দখল পেতে সেই পাকিস্তান আমলে মামলা করেছিলেন ঢাকার নবাবগঞ্জের নিবারন প্রামাণিক। এরপর দেশ স্বাধীন হয়েছে, সব মিলিয়ে কেটে গেছে ৫৬ বছর। মামলার আর নিষ্পত্তি হয়নি। ইতিমধ্যে মারা গেছেন নিবারন প্রামাণিক। পরে তাঁর দুই ছেলে এই মামলার পক্ষভুক্ত হন। তাঁদের একজন কিছুদিন আগে মারা গেছেন। অন্যজনের বয়সও আশি পেরিয়েছে।

নিবারন প্রামাণিকের করা সেই মামলা নিম্ন আদালত, জজ আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ হয়ে এখন হাইকোর্টে রায়ের অপেক্ষায় রয়েছে। ঘটনার শুরু ১৯৫০ সালে। ওই বছর দাঙ্গার সময় ঢাকার নবাবগঞ্জ থেকে যশোরে চলে যান নিবারন প্রামাণিক। তিনি ছিলেন কৃষক। নবাবগঞ্জ ছাড়ার সময় ১০ একরের বেশি সম্পত্তি নিজের ভাগনেকে দেখভালের দায়িত্ব দিয়ে যান। দুই বছর পর ফিরে এসে সম্পত্তি আর ফেরত পাননি, পরে আদালতের দ্বারস্থ হন তিনি। সেটি ১৯৬৪ সালের কথা। নিম্ন আদালতে করা ওই মামলায় সম্পত্তি যাতে কেউ বিক্রি করতে না পারে, সে জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও