![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/19/hili-port-190920-01.jpg/ALTERNATES/w640/hili-port-190920-01.jpg)
হিলি দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ আসার পর ফের বন্ধ
সীমান্তের ওপারে টানা চার দিন আটকে থাকা আগের এলসির ভারতীয় পেঁয়াজ হিলি স্থল বন্দর দিয়ে আসতে শুরু করলেও ১১ ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে। হিলি স্হল বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি মো. হারুন অর রশীদ বলেন, “শনিবার বিকেল ৩টা থেকে এই বন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১১টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে এসেছে। এরপর ভারতের রপ্তানিকারকরা আপাতত আর পেঁয়াজ পাঠাবে না বলে আমাদের জানিয়েছে।”