কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোমবার থেকে রাশিয়ার ফার্মেসিতে মিলবে করোনার ওষুধ

ডেইলি বাংলাদেশ রাশিয়া প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

মহামারি করোনাভাইরাসের দু’টি ওষুধ দেশের সব ফার্মেসিতে বিক্রির অনুমোদন দিয়েছে রাশিয়া।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। দু’টি ওষুধই জাপান ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের। রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

শুক্রবার আর-ফার্ম জানিয়েছে, ওষুধ দুটির তৃতীয় ধাপের ট্রায়ালে মোট ১৬৮ জন রোগী অংশ নিয়েছিলেন। ট্রায়াল শেষ হওয়ার পর এর অনুমোদন দেয়া হয়েছে।

রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুটি ওষুধ অ্যারেপলিভির ও করোনাভির সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে।

করোনার ভ্যাক্সিন পাওয়ার দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এতো ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও