বৈধতার সংকটে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করছে : রব
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বৈধতা সংকটের কারণে সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারছে না। বরং জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে রাষ্ট্রীয় ক্ষমতাকে সংহত করার জন্য আপস-সমঝোতা ও নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তিনি বলেন, নির্বাচনবিহীন সরকারের দুর্বলতার কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রশ্নে এমন সব বর্ণনা উত্থাপন করা হয় যা আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচারবহির্ভূত।
এতে রাষ্ট্রের আত্মমর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। বিপুল আত্মদানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের মর্যাদা বিপন্ন করার অধিকার জনগণ কাউকে দেয়নি। শনিবার জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.