এতটাও ঠুনকো হতে পারে জীবন!
জীবন ঠুনকো। নিশ্বাসের বিশ্বাস নেই। এক মুহূর্ত পরও যে সুন্দর পৃথিবীকে দু চোখ ভরে দেখার সুযোগ থাকবে, তা নিশ্চয়তা দিয়ে কে দিতে পারে! কিন্তু এতটাও ঠুনকো কি হতে পারে জীবন, যতটা মোহামেদ আহমেদ আতাউয়ির ছিল?
পৃথিবীতে জন্ম নেওয়া সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হয়, তাই বলে এমন মৃত্যু হয়তো কেউই চান না। রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন আতাউয়ি, হঠাৎ একটা গুলি এসে লাগল তাঁর মাথায়। এক মাসের মতো পাঞ্জা লড়েছেন যমদূতের সঙ্গে। কিন্তু গতকাল হার মেনে নিতে হলো তাঁকে। জীবন-মৃত্যুর মাঝামাঝি রেখাটায় পথ চলতে চলতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আতাউয়ি। অথচ বয়স কতই বা হয়েছিল তাঁর? সামনের মাসে ৩৩-এ পা দেওয়ার কথা ছিল!
- ট্যাগ:
- খেলা
- না ফেরার দেশে
- গুলিবিদ্ধ
- ফুটবলার
- মিশেল আউন