![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/b7aab96ed0f50fab70c8fdf309737a98-1905260548-2009190921.jpg)
সুন্দরী হতে কেউ ব্যবহার করে লতা-পাতা, কেউবা ফায়ার থেরাপি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১
পুরুষদের তুলনায় নারীরা রূপচর্চায় বেশি সচেতন। কেমিকেলযুক্ত পণ্য থেকে শুরু করে প্রাকৃতিক উপাদান। কোনো কিছুই তাদের রূপচর্চার তালিকা থেকে বাদ পড়ে না। শুধু যে রং ফর্সা করতেই এগুলো ব্যবহার করেন, তা কিন্তু নয়। ত্বক ভালো রাখতেই মূলত এগুলো ব্যবহার করা হয়।
তবে একেক দেশের নারীরা একেকভাবে তাদের রূপের চর্চা করে থাকেন। সব দেশেরই রয়েছে নিজস্বতা। সে দেশের নারীরা তাদের দাদি নানি এবং পূর্বসূরিদের কাজ থেকে শিখেছেন এসব উপায়।