ফুটবলকেই জীবনের অঙ্গ করে গড়ে তুলেছেন বিশ্বের প্রথম ভাসমান ফুটবল খেলার মাঠ। থাইল্যান্ডের অবস্থিত এটি একটি ছোট দ্বীপ। যেখানে নেই কোনো সমতলভূমি। চারিদিকে পানি আর ছোট ছোট চুনা পাথরের পাহাড়।
আর এই পরিবেশে তৈরি করা হয়েছে ভাসমান এক গ্রাম। থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলের অবস্থিত পানইয়ে দ্বীপ। এখানেই চারিদিকে থৈ থৈ পানি। ডুবো পাহাড় আর চারিদিকে পানিবৃষ্টিত এই দ্বীপের সৌন্দর্য যে কারো চোখ জুড়িয়ে যাবে।
এখানকার বাসিন্দারা মূলত মৎস্যজীবী। তাদের আয়ের মূল উৎস মাছ ধরা এবং পর্যটকদের সাহায্য করা। প্রতিদিন সকালে তাদের মাছের চালান চলে যায় নিকটবর্তী বাজারে। তারপর সেখান থেকেই সারা শহরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.